খুকুমণির ছড়া/২৭১
অবয়ব
(পৃ. ১৮৪)
মাসী পিসী
২৭১
মাসী পিসী বন-কাপাসী, বনের মধ্যে টিয়ে,
মাসী গিয়েছে বৃন্দাবন, দেখে আসি গিয়ে।
কিসের মাসী, কিসের পিসী, কিসের বৃন্দাবন—
এত দিনে জান্লাম, মা-বাপ্ বড় ধন।
মা হ'য়ে জল দেন, তৃষ্ণা ভরিয়ে,
বাপ হ'য়ে গরু দেন, পাল ঢাকিয়ে।