বিষয়বস্তুতে চলুন

খুকুমণির ছড়া/২৮৯

উইকিসংকলন থেকে

কেন কাঁদে

২৮৯

কি লাগি কাঁদে রে বাছা, কি ধন বা চায়?
আনিয়া দিব গগন-ফুল,
একই ফুলের লক্ষই মূল!
সে ফুলে গাঁথিয়া পরাবো হার,
সোনার বাছা কেঁদ না আর!
মাথাবো কুঙ্কুম কস্তূরী চুয়া,
রাজার মেয়ে করাবো বিয়া!