বিষয়বস্তুতে চলুন

খুকুমণির ছড়া/২৯৪

উইকিসংকলন থেকে

মেঘ রাজা

২৯৪

মেঘ রাজারে, তুইনি সোদর ভাই,
এক্ ঝড়ি মেঘ দাও, ভিজ্জ্যা ঘরে যাই!
ভিজ্যা ঘরে যাইতে যাইতে মায় না দিল ঠাই,
লাথি দিয়ে ফালাইয়া দিল, কচুক্ষেতের পাই!
কচুক্ষেতের পানি যেমন টল্ মল্ করে,
মার চক্ষের পানি ফুটি বুক ভাসিয়া পরে!