খুকুমণির ছড়া/৩২৫
অবয়ব
(পৃ. ২১০)
আয় ঘুম
৩২৫
আয় ঘুম, যায় ঘুম, নেত্ড়া, পেত্ড়া,
আমার কোলে ঘুম যায় খোকন ঠাকুরা।
রাজ-দুয়ারে যায় ঘুম মস্ত হাতী ঘোড়া,
ছাই-কুণ্ডে যায় ঘুম ঝুমরা কুকুরা।
আয় ঘুম
৩২৫
আয় ঘুম, যায় ঘুম, নেত্ড়া, পেত্ড়া,
আমার কোলে ঘুম যায় খোকন ঠাকুরা।
রাজ-দুয়ারে যায় ঘুম মস্ত হাতী ঘোড়া,
ছাই-কুণ্ডে যায় ঘুম ঝুমরা কুকুরা।