খুকুমণির ছড়া/৩৩

উইকিসংকলন থেকে

প্যাঁক্‌-প্যাঁক্‌-প্যাঁক্

৩৩

ও পারেতে তিলগাছটি
তিল ঝর্‌‌-ঝর করে;
তা'রি তলায় মা আমার
লক্ষ্মী-প্রদীপ জ্বালে।
মা আমার জটাধারী
ঘর নিকচ্ছেন;
বাবা আমার বুড়ো শিব
নৌকা সাজাচ্ছেন;
ভাই আমার রাজ্যেশ্বর,
ঘড়া ডুবাচ্ছেন;

ঐ আস্‌‌ছে প্যাখ্‌‌না বিবি—
প্যাঁক্ প্যাঁক্ প্যাঁক্,
ও দাদা, দ্যাখ্, দ্যাখ্, দ্যাখ্!