খুকুমণির ছড়া/৪

উইকিসংকলন থেকে

এক যে রাজা

এক যে রাজা, সে খায় খাজা,
তার যে রাণী সে খায় ফেণী,
তার যে বেটা, সে খায় পাঁঠা,
তার যে বৌ, সে খায় মৌ,
তার যে ঝি, সে খায় ঘি,
তার যে চাকর, সে খায় পাঁপর,
আর দেয় ঘুম।
তালগাছ পড়ে— দুম্ !