খুকুমণির ছড়া/৪১
অবয়ব
(পৃ. ৫৪)
নাচে হেলে দুলে
৪১
কার ধনটি ছেলে,
নাচে হেলে দুলে!
হামা দিয়ে আয় রে বাছা,
ক’র্ব তোরে কোলে।
দুদু খেয়ে সোনার যাদু,
আবার যেও চ'লে।
⁕
নাচে হেলে দুলে
৪১
কার ধনটি ছেলে,
নাচে হেলে দুলে!
হামা দিয়ে আয় রে বাছা,
ক’র্ব তোরে কোলে।
দুদু খেয়ে সোনার যাদু,
আবার যেও চ'লে।
⁕