খোঁজে/বাইরে

উইকিসংকলন থেকে

বাইরে

ওগো ঝড়ের হাওয়া,
ঘর ছেড়ে আজ কেন তোমার
এমন আসা যাওয়া?
সিন্ধুতলের গোপন কথা,
নদ-নদীর উচ্ছলতা,
ফুলের স্বপন, তরুর ব্যথা,
বুকের মাঝেই পাওয়া;
শিখাও আমায় এমনি করে
পথের পানেই চাওয়া,
ওগো পাগল হাওয়া!

ওগো পথের ধূলি,
ঝড়ের সাথে ছুট্‌ছো কোথায়
জয়-পতাকা তুলি?
সকল জানা সব অজানার
কোথায় যে শেষ মনের মাঝার,
সেইটি জাগে, তাইতো তোমার
নিজকে গেছ ভুলি,
তোমার মতন সকল বাঁধন
দাও না আমার খুলি,
ওগো পথের ধূলি!

ওগো বাদল-ধারা,
তোমার মেঘে আকাশ ঢাকে
নিভিয়ে দিয়ে তারা!

নিবিড় নিশার কৃষ্ণ পটে
বিদ্যুতালোক ঝল্‌সে ওঠে,
মায়ার স্বপন ধরায় ফোটে
পেয়ে তোমার সাড়া,
উদাস প্রাণের সুরে তোমার
আমি আপন-হারা,
ওগো বাদল ধারা!

শুধাই তাহার কথা—
যাহার তরে আজকে তোদের
এমন ব্যাকুলতা।
দু’দণ্ডেরি অতিথ হয়ে,
যাত্রাপথের খবর লয়ে
আমার ঘরে আনূরে বয়ে
নিখিল প্রাণের ব্যথা৷

জানা আমায় জীবন ধারার
অফুরন্ত কথা,
সকল গোপনতা।