গল্পস্বল্প/সন্ধ্যা

উইকিসংকলন থেকে

সন্ধ্যা।

সুনীরব সন্ধ্যাকালে  পূরব গগন-ভালে
জ্বল জ্বল তারা দুটি চাহে হেসে হেসে।
বায়ু বহে মৃদু মন্দ, মধুর চাঁপার গন্ধ
পাতার বিতান হতে আসে ভেসে ভেসে।
নিভৃত নিকুঞ্জ বাটী,  বসে আছি একেলাটি,
নয়নে আঁধার জাগে স্নিগ্ধ অভিরাম।
নভপটে ছায়া ছায়া  স্পন্দহীন তরু-কায়া
ধ্যেয়ায় একাগ্র-চিতে কি রহস্য নাম!
বকুল শাখাটি নুয়ে দুলে দুলে মাথা ছুঁয়ে
দু একটি ফেলে কোলে ফুল টুপ টাপ,
প্রশান্ত সরসী তলে ঘনাইছে ছায়া দলে,
গভীর প্রাণেতে তার কি যেন বিলাপ।
মালতীর লতা গাছে,  ফুলে ফুলে ভরিয়াছে,
আঁধারে রূপের আলো চমকে নয়ান;
সুদূরে মন্দির মাঝে পূরবী রাগিণী বাজে
তুলিয়া প্রাণের প্রাণে অনন্তের তান।