বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/নাট্যগীতি/৪৯

উইকিসংকলন থেকে

৪৯

ঝর ঝর বক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে।
ধরণী  রাঙা হল রক্তে নেয়ে।
ডাকিনী  নৃত্য করে  প্রসাদ  -রক্ত-তরে—
তৃষিত  ভক্ত তোমার আছে চেয়ে।