বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/নাট্যগীতি/৯৪

উইকিসংকলন থেকে

৯৪

বাজে রে বাজে রে
ওই রুদ্রতালে বজ্রভেরী—
দলে দলে চলে প্রলয়রঙ্গে  বীরসাজে রে!
দ্বিধা ত্রাস আলস নিদ্রা  ভাঙে লাজে রে!
উড়ে দীপ্ত বিজয়কেতু  শূন্য মাঝে রে!
আছে কে পড়িয়া পিছে  মিছে কাজে রে।