গীতবিতান/পূজা/১৬২
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৭৪)
১৬২
এ যে মোর আবরণ
ঘুচাতে কতক্ষণ!
নিশ্বাসবার উড়ে চলে যায়
তুমি কর যদি মন।
যদি পড়ে থাকি ভূমে
ধুলার ধরণী চুমে,
তুমি তারি লাগি দ্বারে রবে জাগি
এ কেমন তব পণ।
রথের চাকার রবে
জাগাও জাগাও সবে,
আপনার ঘরে এসো বলভরে
এসো এসো গৌরবে।
ঘুম টুটে যাক চলে,
চিনি যেন প্রভু ব’লে—
ছুটে এসে দ্বারে করি আপনারে
চরণে সমর্পণ।