গীতবিতান/পূজা/১৯৭

উইকিসংকলন থেকে

১৯৭

আমায় দাও গো ব’লে
সে কি তুমি আমায় দাও দোলা অশান্তিদোলে।

দেখতে না পাই পিছে থেকে আঘাত দিয়ে হৃদয়ে কে
ঢেউ যে তোলে।
মুখ দেখি নে তাই লাগে ভয়— জানি না যে, এ কিছু নয়।
মুছব আঁখি, উঠব হেসে— দোলা যে দেয় যখন এসে
ধরবে কোলে।