গীতবিতান/পূজা/৪২৫
অবয়ব
< গীতবিতান
(পৃ. ১৭২)
৪২৫
আজি নাহি মাহি নিদ্রা আঁখিপাতে।
তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে॥
ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
দ্বার খোলো হে দ্বার খোলো—
প্রভু করো দয়া, দেহো দেখা দুখরাতে॥