বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/পূজা ও প্রার্থনা/৬২

উইকিসংকলন থেকে

৬২

প্রভু, খেলেছি অনেক খেলা— এবে তোমার ক্রোড় চাহি।
শ্রান্ত হৃদয়ে, হে, তোমারি প্রসাদ চাহি।
আজি চিন্তাতপ্ত প্রাণে  তব শান্তিবারি চাহি।
আজি সর্ববিত্ত ছাড়ি  তোমায় নিত্য-নিত্য চাহি।