বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/পূজা ও প্রার্থনা/৬৯

উইকিসংকলন থেকে

৬৯

ওহে জীবনবল্লভ,  ওহে সাধনদুর্লভ,
আমি  মর্মের কথা অন্তরব্যথা  কিছুই নাহি কব—
শুধু  জীবন মন চরণে দিনু  বুঝিয়া লহো সব।
(দিনু চরণতলে—  কথা যা ছিল দিনু চরণতলে—
প্রাণের বোঝা বুঝে লও,  দিনু চরণতলে।)
আমি  কী আর কব।

এই  সংসারপথসঙ্কট অতি  কণ্টকময় হে,
আমি  নীরবে যাব হৃদয়ে লয়ে  প্রেমমুরতি তব।
(নীরবে যাব— পথের কাঁটা মানব না, নীরবে যাব।
হৃদয়ব্যথায় কাঁদব না, নীরবে যাব।)
আমি  কী আর কব।

আমি  সুখদুখ সব তুচ্ছ করিনু  প্রিয়-অপ্রিয় হে—
তুমি  নিজ হাতে যাহা সঁপিবে তাহা  মাথায় তুলিয়া লব।
(আমি  মাথায় লব—  যাহা দিবে তাই মাথায় লব—
সুখ দুখ তব পদধুলি ব’লে মাথায় লব।)
আমি  কী আর কব।

অপরাধ যদি ক’রে থাকি পদে,  না করো যদি ক্ষমা,
তবে  পরানপ্রিয় দিয়ো হে দিয়ো  বেদনা নব নব।
(দিয়ো বেদনা—  যদি ভালো বোঝ দিয়ো বেদনা—
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা।)
আমি  কী আর কব।

তবু  ফেলো না দূরে, দিবসশেষে  ডেকে নিয়ো চরণে—
তুমি ছাড়া আর কী আছে আমার!  মৃত্যু-আঁধার ভব।
(নিয়ো চরণে—  ভবের খেলা সারা হলে নিয়ো চরণে—
দিন ফুরাইলে, দীননাথ,  নিয়ো চরণে।)
আমি  কী আর কব।