গীতবিতান/প্রকৃতি/১৭৮
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৪৯৬)
১৭৮
এল যে শীতের বেলা বরষ-পরে।
এবার ফসল কাটো, লও গো ঘরে।
করো ত্বরা, করো ত্বরা, কাজ আছে মাঠ ভরা—
দেখিতে দেখিতে দিন আঁধার করে।
বাহিরে কাজের পালা হইবে সারা
আকাশে উঠিবে যবে সন্ধ্যাতারা—
আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে
যে সাথি আসিবে রাতে তাহারি তরে।