গীতবিতান/প্রকৃতি/১৮৭

উইকিসংকলন থেকে

১৮৭

হে সন্ন্যাসী,
হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য।
কুন্দমালতী করিছে মিনতি, হও প্রসন্ন।
যাহা-কিছু ম্লান বিরস জীর্ণ দিকে দিকে দিলে করি বিকীর্ণ।
বিচ্ছেদভারে বনচ্ছায়ারে করে বিষণ্ণ— হও প্রসন্ন।

সাজাবে কি ডালা, গাঁখিবে কি মালা  মরণসত্রে!
তাই উত্তরী  নিলে ভরি ভরি  শুকানো পত্রে?
ধরণী যে তব তাণ্ডবে সাথি  প্রলয়বেদনা নিল বুকে পাতি।
রুদ্র, এবারে বরবেশে তারে  করো গো ধন্য— হও প্রসন্ন।