গীতবিতান/প্রকৃতি/২৫১

উইকিসংকলন থেকে

২৫১

তুমি কিছু দিয়ে যাও  মোর প্রাণে গোপনে গো—
ফুলের গন্ধে বাঁশির গানে,  মর্মরমুখরিত পবনে।
তুমি কিছু নিয়ে যাও  বেদনা হতে বেদনে—
যে মোর অশ্রু হাসিতে লীন,  যে বাণী নীরব নয়নে।