গীতবিতান/প্রকৃতি/২৬৫

উইকিসংকলন থেকে

২৬৫

ফাগুনের পূর্ণিমা  এল কার লিপি হাতে।
বাণী তার বুঝি না রে,  ভরে মন বেদনাতে।
উদয়শৈলমূলে  জীবনের কোন্ কূলে
এই বাণী জেগেছিল  কবে কোন্ মধুরাতে।
মাধবীর মঞ্জরী  মনে আনে বারে বারে
বরণের মালা গাঁথা  স্মরণের পরপারে।
সমীরণে কোন্ মায়া  ফিরিছে স্বপনকায়া,
বেণুবনে কাঁপে ছায়া  অলখ-চরণ-পাতে।