গীতবিতান/প্রকৃতি/২৭৫
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৫৩৬)
২৭৫
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
ভেবেছিলেম ফিরব না রে।
এই তো আবার নবীন বেশে
এলেম তোমার হৃদয়দ্বারে।
কে গো তুমি।— ‘আমি বকুল।’
কে গো তুমি।— ‘আমি পারুল।’
তোমরা কে বা।— ‘আমরা আমের মুকুল গো
এলেম আবার আলোর পারে।’
‘এবার যখন ঝরব মোরা ধরার বুকে
ঝরব তখন হাসিমুখে—
অফুরানের আঁচল ভরে
মরব মোরা প্রাণের সুখে।’
তুমি কে গো।— ‘আমি শিমুল।’
তুমি কে গো।— ‘কামিনী ফুল।’
তোমরা কে বা।— ‘আমরা নবীন পাতা গো
শালের বনে ভারে ভারে।’