গীতবিতান/প্রকৃতি/২৭৮

উইকিসংকলন থেকে

২৭৮

সেই তো বসন্ত ফিরে এল,  হৃদয়ের বসন্ত ফুরায় হায় রে।
সব মরুময়,  মলয়-অনিল এসে  কেঁদে শেষে  ফিরে চলে যায়  হায় রে।
কত শত ফুল ছিল হৃদয়ে,  ঝরে গেল,  আশালতা শুকালো—
পাখিগুলি দিকে দিকে চলে যায়।
শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায়,
প্রাণ করে হায়-হায়  হায় রে।
ফুরাইল সকলই।
প্রভাতের মৃদু হাসি,  ফুলের রূপরাশি,  ফিরিবে কি আর।
কিবা জোছনা ফুটিত রে  কিবা যামিনী—
সকলই হারালো,  সকলই গেল রে চলিয়া,  প্রাণ করে হায় হায়  হায় রে।