বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/প্রেম/১২৫

উইকিসংকলন থেকে

১২৫

নিশি না পােহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া,
তােমার অনল দিয়া॥
কবে যাবে তুমি সমুখের পথে দীপ্ত শিখাটি বাহি
আছি তাই পথ চাহি।
পুড়িবে বলিয়া রয়েছে আশায় আমার নীরব হিয়া
আপন আঁধার নিয়া॥