গীতবিতান/প্রেম/১৪৬

উইকিসংকলন থেকে

১৪৬

কার  চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই  কেমন হয়ে আছিস সারাক্ষণ॥
হাসি যে তাই অশ্রুভারে নােওয়া,
ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁঁওয়া,
ভাষায় যে তাের সুরের আবরণ॥
তাের  পরানে কোন্ পরশমণির খেলা,
তাই  হৃদ্‌গগনে সােনার মেঘের মেলা।
দিনের স্রোতে তাই তাে পলকগুলি
ঢেউ খেলে যায় সােনার ঝলক তুলি,
কালোয় আলােয় কাঁঁপে আঁখির কোণ॥