বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/প্রেম/১৮৭

উইকিসংকলন থেকে

১৮৭

ওহে  সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি।
রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি।
তুমি  এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ,
মম  অশ্রুনেত্রে কর’ বরিষন করুণ হাস্যভাতি।
তব  কণ্ঠে দিব মালা,  দিব  চরণে ফুলভালা—
আমি  সকল কুঞ্জকানন ফিরি এনেছি যূথী জাতি।
তব পদতললীনা  আমি  বাজাব স্বর্ণবীণা—
বরণ করিয়া সব তোমারে মম মানসসাথি।