গীতবিতান/প্রেম/২৬২
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৩৭৬)
২৬২
বিরহ মধুর হল আজি মধুরাতে।
গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে।
ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদৰ্শনতৃষা
কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে।
সুদূরের সুগন্ধধারা বায়ুভরে
পরানে আমার পথহাৱা ঘুরে মরে।
কার বাণী কোন্ সুরে তালে মর্মরে পল্লবজালে,
বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে।