গীতবিতান/প্রেম/৩০৪

উইকিসংকলন থেকে

৩০৪

কখন যে বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুলমূল  ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান।
এবার বসন্তে কি রে  যুঁথিগুলি জাগে নি রে—
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান।
এবার কি সমীরণ  জাগায় নি ফুলবন—
সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ।
বসন্তের শেষ রাতে  এসেছি যে শূন্য হাতে—
এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।
কাঁদিছে নীরব বাঁশি,  অধরে মিলায় হাসি—
তোমার নয়নে ভাসে ছলোছলে অভিমান।