গীতবিতান/প্রেম/৩৪০
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৪০৫)
৩৪০
জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে, জেনো প্রিয়ে
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে,
কালিমার ’পরে তার অমৃত সে বরষে।
৩৪০
জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে, জেনো প্রিয়ে
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে,
কালিমার ’পরে তার অমৃত সে বরষে।