গীতবিতান/প্রেম/৩৭০

উইকিসংকলন থেকে

৩৭০

সমুখেতে বহিছে তটিনী,  দুটি তারা আকাশে ফুটিয়া।
বায়ু বহে পরিমল লুটিয়া
সঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া।
দিবস বিদায় চাহে,  যমুনা বিলাপ গাহে—
সায়াহ্নেরই রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া।

এসো বঁধূ, তোমায় ডাকি—  দোঁহে হেথা বসে থাকি,
আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি,
আঁখি’পরে তারাগুলি একে একে উঠিৰে ফুটিয়া।