বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/প্রেম/৩৯০

উইকিসংকলন থেকে

৩৯০

হল না লো, হল না, সই, হায়—
মরমে মরমে লুকানো রহিল,  বলা হল না।
বলি বলি বলি তারে  কত মনে করিনু—
হল না লো, হল না সই।
না কিছু কহিল,  চাহিয়া রহিল,
গেল সে চলিয়া,  আর সে ফিরিল না।
ফিরাব ফিরাব ব’লে  কত মনে করিনু—
হল না লো, হল না সই।