গীতবিতান/প্রেম/৭৯
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৩০৩)
৭৯
বিজয়মালা এনো আমার লাগি।
দীর্ঘরাত্রি রইব আমি জাগি।
চরণ যখন পড়বে তোমার মরণকূলে
বুকের মধ্যে উঠবে আমার পরান দুলে,
সব যদি যায় হব তোমার সর্বনাশের ভাগী।
৭৯
বিজয়মালা এনো আমার লাগি।
দীর্ঘরাত্রি রইব আমি জাগি।
চরণ যখন পড়বে তোমার মরণকূলে
বুকের মধ্যে উঠবে আমার পরান দুলে,
সব যদি যায় হব তোমার সর্বনাশের ভাগী।