বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৭

উইকিসংকলন থেকে

পাগলিনী, তোর লাগি  কী আমি করিব বল্।
কোথায় রাখিব তোরে  খুঁজে না পাই ভূমণ্ডল।
আদরের ধন তুমি,  আদরে রাখিব আমি—
আদরিণী, তোর লাগি  পেতেছি এ বক্ষস্থল।
আয় তোরে বুকে রাখি– তুমি দেখো, আমি দেখি–
শ্বাসে শ্বাস মিশাইব, আঁখিজলে আঁখিজল।