বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৭৮

উইকিসংকলন থেকে

৭৮

এবার বুঝি ভোলার বেলা হল—
ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো।
যাবার রাতি ভরিল গানে
সেই কথাটি রহিল প্রাণে,
ক্ষণেক-তরে আমার পানে
করুণ আঁখি তোলো
সন্ধ্যাতারা এমনি ভরা সাঁঝে
উঠিবে বিরহাকাশমাঝে।
এই-যে সুর বাজে বীণাতে
যেখানে যাব রহিবে সাথে,
আজিকে তবে আপন হাতে
বিদায়দ্বার খোলো।