বিষয়বস্তুতে চলুন

গীতবিতান/বিচিত্র/১০৩

উইকিসংকলন থেকে

১০৩

সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে  ঘুচাবে কে।
নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে  মুছাবে কে,
আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,
অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা—
প্রবলের উৎপীড়নে
কে বাঁচাবে দুর্বলেরে।
অপমানিতেরে কার দয়া বক্ষে  লবে ডেকে।