গীতবিতান/বিচিত্র/১২২

উইকিসংকলন থেকে

১২২

এবার  যমের দুয়োর খোলা পেয়ে  ছুটেছে সব ছেলে মেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল।
রাজ্য জুড়ে মস্ত খেলা,  মরণ-বাঁচন-অবহেলা—
ও ভাই,  সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল।
বেজেছে ঢোল, বেজেছে ঢাক,  ঘরে ঘরে পড়েছে ডাক,
এখন  কাজকর্ম চুলোতে যাক— কেজো লোক সব আয় রে ধেয়ে
হরিবোল হরি বোল হরিবোল।
রাজা প্রজা হবে জড়ো  থাকবে না আর ছোটো বড়ো—
একই  স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে।
হরিবোল হরি বোল হরিবোল।