গীতাঞ্জলি/১৩৮

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

১৩৮

আমার চিত্ত তােমায় নিত্য হবে
সত্য হবে-
ওগো সত্য, আমার এমন সুদিন
ঘট্‌বে কবে!
সত্য সত্য সত্য জপি,
সকল বুদ্ধি সত্যে সপি,
সীমার বাঁধন পেরিয়ে যাব
নিখিল ভবে
সত্য, তােমার পূর্ণ প্রকাশ
দেখ্ ব‌ কবে।

তােমায় দূরে সরিয়ে, মরি
আপন অসত্যে।
কি যে কাণ্ড করিগাে সেই
ভূতের রাজত্বে!
আমার আমি ধুয়ে মুছে,
তােমার মধ্যে যাবে ঘুচে,
সত্য, তােমায় সত্য হব
বাঁচব তবে,-
তােমার মধ্যে মরণ আমার
মরবে কবে।

১৫ শ্রাবণ ১৩১৭