গীতাঞ্জলি/১৫০
অবয়ব
(পৃ. ১৭১)
১৫০
তোমার সাথে নিত্য বিরোধ
আর সহে না,—
দিনে দিনে উঠ্চে জমে
কতই দেনা।
সবাই তোমায় সভার বেশে
প্রণাম করে গেল এসে,
মলিন বাসে লুকিয়ে বেড়াই
মান রহে না।
কি জানাব চিত্ত বেদন
বোবা হয়ে গেছে যে মন,
তোমার কাছে কোনো কথাই
আর কহে না।
ফিরায়োনা এবার তাবে
লওগো অপমানের পারে,
কর তোমার চরণ তলে
চির-কেনা।
২৫ শ্রাবণ ১৩১৭