গীতিমাল্য/১০৭
অবয়ব
(পৃ. ১২৮)
১০৭
সন্ধ্যা হল গাে-
ও মা, সন্ধ্যা হল, বুকে ধরাে।
অতল কালাে স্নেহের মাঝে
ডুবিয়ে আমায় স্নিগ্ধ করাে।
ফিরিয়ে নে, মা, ফিরিয়ে নে গাে-
সব যে কোথায় হারিয়েছে গাে,
ছড়ানাে এই জীবন, তােমার
আঁধার-মাঝে হােক-না জড়ো॥
আর আমারে বাইরে তােমার
কোথাও যেন না যায় দেখা।
তােমার রাতে মিলাক আমার
জীবন-সাঁজের রশ্মিরেখা।
আমায় ঘিরি, আমায় চুমি
কেবল তুমি, কেবল তুমি।
আমার ব’লে যা আছে, মা,
তােমার ক’রে সকল হরো॥
৬ জ্যৈষ্ঠ ১৩২১ রাত্রি
রামগড়