বিষয়বস্তুতে চলুন

গীতিমাল্য/৩৮

উইকিসংকলন থেকে
৩৮

ভেলার মত বুকে টানি
কলমখানি
মন যে ভেসে চলে।
ঢেউয়ে ঢেউয়ে বেড়ায় দুলে
কূলে কূলে
স্রোতের কলকলে।
ভবের  স্রোতের কলকলে॥

এবার কেড়ে লও এ ভেলা,
ঘুচাও খেলা
জলের কোলাহলে।
অধীর  জলের কোলাহলে।
এবার তুমি ডুবাও তারে
একেবারে
রসের রসাতলে।
গভীর  রসের রসাতলে॥

১৫ সেপ্টেম্বর ১৯১৩

S. S. city of Lahore

মধ্যবরণী সাগর