বিষয়বস্তুতে চলুন

গীতিমাল্য/৫৮

উইকিসংকলন থেকে

৫৮

বেসুর বাজে রে,
আর কোথা নয়, কেবল তােরি
আপন-মাঝে রে।
মেলে না সুর এই প্রভাতে
আনন্দিত আলাের সাথে,
সবারে সে আড়াল করে,
মরি লাজে রে॥

থামা রে ঝংকার।
নীরব হয়ে দেখ্‌ রে চেয়ে
দেখ্‌ রে চারিধার।
তােরি হৃদয় ফুটে আছে
মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটেছে ঐ
তােরি কাজে রে॥

১৪ ফাল্গুন ১৩২০
শিলাইদহ