চয়নিকা (১৯৪১)/কালিদাসের প্রতি
অবয়ব
(পৃ. ১৮০-১৮১)
কালিদাসের প্রতি
আজ তুমি কবি শুধু, নহ আর কেহ—
কোথা তব রাজসভা, কোথা তব গেহ,
কোথা সেই উজ্জয়িনী,—কোথা গেল আজ
প্রভু তব, কালিদাস,—রাজ অধিরাজ।
কোনো চিহ্ন নাহি কারো। আজ মনে হয়
ছিলে তুমি চিরদিন চিরানন্দময়
অলকার অধিবাসী। সন্ধ্যাভ্রশিখরে
ধ্যান ভাঙি’ উমাপতি ভূমানন্দ-ভরে
নৃত্য করিতেন যবে, জলদ সজল
গঞ্জিত মৃদঙ্গরবে, তড়িৎ চপল
ছন্দে ছন্দে দিত তাল, তুমি সেই ক্ষণে
গাহিতে বন্দনা-গান, —গীতসমাপনে
কর্ণ হতে বর্হ খুলি’ স্নেহহাস্যভরে
পরায়ে দিতেন গৌরী তব চূড়া-’পরে॥
১১ শ্রাবণ, ১৩০৩
—চৈতালি