চয়নিকা (১৯৪১)/রূপনারানের কূলে
অবয়ব
(পৃ. ৫১৭-৫১৮)
রূপ-নারানের কূলে
রূপ-নারানের কূলে
জেগে উঠিলাম,
জানিলাম এ-জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ-জীবন,
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক’রে দিতে॥
—শেষ লেখা
উদয়ন
১৩ মে, ১৯৪১
রাত্রি ৩-১৫ মি,