বিষয়বস্তুতে চলুন

চিত্রবিচিত্র/উল্টারাজার দেশ

উইকিসংকলন থেকে

উল্টারাজার দেশ

বাদশার ফরমাশে
সন্দেশ বানাতে
ছানা ছেড়ে মাখে চিনি।
কুঁকড়াের ছানাতে।
সর্দার খুঁজে খুঁজে
ফিরিতেছে পাড়া পাড়া,
এখনাে কি কোনােখানে
কোনাে সাধু আছে ছাড়া,
বাদশাকে সে খবর
হয় তারে জানাতে—
ডাকাতেরা মারে পাছে
রাখে জেলখানাতে।