বিষয়বস্তুতে চলুন

ছড়া/অলস মনের আকাশেতে

উইকিসংকলন থেকে

অলস মনের আকাশেতে
প্রদোষ যখন নামে,
কর্মরথের ঘড় ঘড়ানি
যে মুহূর্তে থামে,
এলােমেলাে ছিন্নচেতন
টুকরাে কথার ঝাঁক
জানি নে কোন্‌ স্বপ্নরাজের
শুনতে যে পায় ডাক—
ছেড়ে আসে কোথা থেকে
দিনের বেলার গর্ত,
কারাে আছে ভাবের আভাস
কারাে বা নেই অর্থ।
ঘােলা মনের এই-যে সৃষ্টি
আপন অনিয়মে
ঝিঁঝির ডাকে অকারণের
আসর তাহার জমে।
একটুখানি দীপের আলাে
শিখা যখন কাঁপায়
চার দিকে তার হঠাৎ এসে
কথার ফড়িং ঝাঁপায়।

পষ্ট আলাের সৃষ্টি-পানে
যখন চেয়ে দেখি
মনের মধ্যে সন্দেহ হয়।
হঠাৎ মাতন এ কী।
বাইরে থেকে দেখি একটা
নিয়ম-ঘেরা মানে,
ভিতরে তার রহস্য কী
কেউ তা নাহি জানে।
খেয়াল-স্রোতের ধারায় কী সব
ডুবছে এবং ভাসছে—
ওরা কী-যে দেয় না জবাব
কোথা থেকে আসছে।
আছে ওরা এই তাে জানি,
বাকিটা সব আঁধার,
চলছে খেলা একের সঙ্গে
আর-একটাকে বাঁধার।
বাঁধনটাকেই অর্থ বলি,
বাঁধন ছিঁড়লে তারা
কেবল পাগল বস্তুর দল
শূন্যেতে দিক্‌হারা॥


 উদয়ন
৫ জানুয়ারি ১৯৪১