জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কণাদ তর্কবাগীশ

উইকিসংকলন থেকে


কণাদ তর্কবাগীশ— তিনি একজন নবদ্বীপের প্রসিদ্ধ দার্শনিক পণ্ডিত ছিলেন। খ্রীঃ পঞ্চদশ শতাব্দীতে তিনি বর্তমান ছিলেন। তিনি নবদ্বীপের প্রসিদ্ধ পণ্ডিত বাসুদেব সার্ব্বভৌমের ছাত্র ছিলেন। কণাদ তর্কবাগীশের গঙ্গেশ উগাধ্যায়ের তত্ত্বচিন্তামণির উপর ‘মণি ব্যাখ্যা' নামক এক প্রসিদ্ধ টীকা আছে। এতদ্ব্যতীত ‘ভাষারত্নম’ ‘আপশব্দ খণ্ডনম’ প্রভৃতি গ্রন্থ তাঁহার রচিত।