জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কনকসেন

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন


কনকসেন — অযোধার সূর্য্যবংশীয় একজন রাজকুমার। খ্রীঃ দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে তিনি সৌরাষ্ট্র দেশের অন্তর্গত ‘বীরনগরে’ একটি রাজ্য স্থাপন করেন। তিনি বল্লভীবংশের আদি পুরুষ বলিয়া উল্লিখিত হন। তাঁহার অধস্তন চতুর্থ পুরুষ বিজয়সেন ‘বিজয়পুর’ (বর্তমান নাম ঢোলকা) নামে নগরী প্রতিষ্ঠা করেন এবং তাঁহার পরবর্ত্তী বংশধরদিগের দ্বারা বল্লভীপুর স্থাপিত হয়। তাঁহারা প্রথমে গুপ্ত সম্রাটদের সামন্ত নরপতি ছিলেন। পরে গুপ্তদের প্রাধান্য লুপ্ত হইলে স্বাধীনতা লাভ করেন। (গুহসেন দেখ।)