বিষয়বস্তুতে চলুন

জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কপিলেন্দ্র

উইকিসংকলন থেকে


কপিলেন্দ্র—উড়িষ্যার একজন প্রবল পরাক্রান্ত নরপতি। তাঁহার নামান্তর কপিলেশ্বর। তিনি ১৪৩৫ হইতে ১৪৭০ খ্রীঃ অব্দ পর্য্যন্ত রাজত্ব করেন। ১৪৭৫ খ্রীঃ অব্দের পূর্ব্বে তিনি সমস্ত পূর্ব্ব-উপকূল অধিকার করেন। সমসাময়িক দাক্ষিণাত্যের পাঠান রাজ্যসমূহ তাঁহার পরাক্রমের বিষয় সবিশেষ অবগত ছিলেন। ‘বুরহান-ই-মা-আসির’ নামক ইতিহাসের গ্রন্থকার, তাঁহার পুস্তকে কপিলেন্দ্রের পরাক্রমের কথা উল্লেখ করিয়াছেন। ফিরিস্তা গ্রন্থ হইতে জানিতে পারা যায় যে হুমায়ুন শাহ বাহমনির সেনাপতি খাঁ জাহান, বরঙ্গল (একশিলা) নগরী আক্রমণ করিলে, তথাকার রাজা কপিলেন্দ্রের সাহায্য প্রার্থনা করেন। কপিলেন্দ্র, খাঁ জাহানকে আক্রমণ করিয়া পরাস্ত ও বিতাড়িত করেন। তদবধি তাঁহার জীবিতকালে বাহমণি রাজারা আর শক্তিশালী হইতে পারেন নাই। তাঁহার মৃত্যুর পর তৎপুত্র পুরুষোত্তম রাজা হন।