টেমপ্লেট:Uw-validate

উইকিসংকলন থেকে

আপনার বৈধকরণ[সম্পাদনা]

উইকিসংকলনে স্বাগতম, আমি Jimbo। যদিও উইকিসংকলন যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি আপনার এক বা একাধিক সাম্প্রতিক পাতার বৈধকরণ সংক্রান্ত অবদান বাতিল বা অপসারণ করেছি। কারণ এই বৈধকরণগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। বৈধকরণ হল দ্বিতীয় অন্তিম ধাপ ও শেষ বারের মত মুদ্রণ সংশোধন বা প্রুফরিড। এর উদ্দেশ্য হল প্রথম বার মুদ্রণ সংশোধনের পরেও যদি কোন ভুল থাকে সেটিকে সংশোধন করে লেখাটিকে নির্ভুলও নিখুঁত করা। সাধারণত বৈধকরণ হয়ে গেলে পাতাটির দিকে আর নজর দেওয়া হয় না, তাই এই ধাপের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই বৈধকরণ সংরক্ষণ করা আগে নিশ্চিত হোন, আপনি সকল ভুলগুলি পুক্ষানুপুক্ষ ভাবে পর্যবেক্ষন করেছেন ও পরিবর্তন করেছেন। বৈধকরণ করার পরেও কোনো ভুল ( বিশেষত বানান ভুল ও পাতার বিন্যাস ও ইত্যাদি ভুল) থেকে যাওয়া বাঞ্ছনীয় নয়।

অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ভুল বৈধকরণ পাঁচ বার করলে, সম্পাদনা করতে বাধা দেওয়া ও ব্লক করা হতে পারে। ধন্যবাদ!

টেমপ্লেট নথি[দেখুন] [সম্পাদনা] [ইতিহাস] [শোধন]

ব্যবহার[সম্পাদনা]

ব্যবহারকারি কোনো ধ্বংসাত্মক সম্পাদনা করলে এটি ব্যবহার করুন: {{subst:Uw-validate}}

আরও দেখুন[সম্পাদনা]