তীর্থরেণু/কুতার্কিক ও কাঠ্ঠোকরা
অবয়ব
কুতার্কিক ও কাঠ্ঠোকরা
কুতার্কিকের নাহিক প্রভেদ
কাঠ্ঠোকরার সঙ্গে,
ঠুকরিয়া পোকা বাহির করে সে
বনস্পতির অঙ্গে;
যোজন জুড়িয়া বিতরে যে জন
ফল ছায়া আপনার,—
নীড় বাঁধি’ সুখে শত শত পাখী
আশ্রয়ে আছে যার,—
অটল যে আছে এতকাল সহি’
কাল-বৈশাখী হাওয়া,—
কাঠঠোকরার মতে সে অসার;
পোকা যে গিয়েছে পাওয়া!
রিকার্ড ডেহ্মেল।