বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/গান

উইকিসংকলন থেকে

গান

নয়নে নয়ন রাখ গো
হাতখানি রাখ হাতে,
অধরে অধর ঢাক গো
ঘন চুম্বন পাতে!
চুম্বন সে যে মধুর মদিরা
প্রেমিকে করে সে পান,
পিয়াও, পিয়াও, কাফ্রি-কুমারী!
চুম্বন কর দান।
কমল—কমলে নেহারি’
ফোটে গো যেমন প্রাতে,

প্রণয় তেমনি দোহারি
বিকশিছে এক সাথে!
শ্যামল তমাল, শ্যামা লতিকায়
কোরো না গো ঠাই ঠাই,
কাফ্রির কালো কাফ্রিণি ভাল,
তুলনা তাহার নাই।

নিগ্রো ডানবার।